

কয়লা ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার, গুলি করে খুনের অভিযোগ পরিবারের
বিকেল থেকে নিখোঁজ থাকার পর সকালে কয়লা ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। পরিবারের দাবি, গুলি করে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
7 days ago1 min read


নতুন উপাচার্য দায়িত্ব নিতেই কমল ভর্তির ফি
বেশ কিছুদিন ধরে সেমিস্টার ভর্তির ফি কমানো নিয়ে আন্দোলন শুরু করেছিলেন গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ব বিদ্যালয়ের দায়িত্ব নিয়েই পড়ুয়াদের দাবি মেনে ফি কমানোর কথা ঘোষণা করেন উপাচার্য আশিস ভট্টাচার্য।
Nov 201 min read


গৌড়বঙ্গের তিন জেলায় বিপুল অংকের বিনিয়োগের সম্ভাবনা, দাবি মন্ত্রীর
আগামী দুই বছরে মালদা সহ দুই দিনাজপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এক হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সিনার্জিতে এমনই দাবি করেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
Nov 61 min read


মালদা মেডিকেলে তৃণমূল নেতার দাদাগিরি, মারধর করে টাকা চাওয়ার অভিযোগ
মদ্যপ অবস্থায় মালদা মেডিকেলে এসে গ্রুপ ডি অস্থায়ী কর্মীকে মারধর করে পাঁচ লক্ষ টাকা দাবির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দেওয়া হলে খুন পর্যন্ত করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এনিয়ে গতকাল রাতেই ইংরেজবাজার থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে মেডিকেল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন অস্থায়ী কর্মীরা। যদিও অভিযুক্ত নেতা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷
Oct 281 min read


কৃষ্ণেন্দুর স্ত্রী গুণ্ডা, মন্তব্য সুকান্ত মজুমদারের, পালটা কটাক্ষ কৃষ্ণেন্দুর
ছেলেকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা। অভিযোগের তির উঠেছিল ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তৃণমূলি কাউন্সিলর কাকলি চৌধুরীকে গুণ্ডা বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। স্ত্রীকে অপমানের পালটায় সুকান্ত মজুমদারকে হাফ প্যান্ট মন্ত্রী বলেও কটাক্ষ করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
Oct 251 min read


সুকান্তকে পালটা চ্যালেঞ্জ সাবিনার, সরব জেলা সভাপতিও
গত সোমবার কলকাতায় দলীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কড়া ভাষায় মন্তব্য রেখেছিলেন। রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে উদ্দেশ্যে করে বলেছিলেন, “এসআইআর-এ যদি আপনার নাম ভারতীয়দের তালিকায় না থাকে তবে আপনাকেও বাংলাদেশে পাঠানো হবে৷ কেউ ঠেকাতে পারবে না৷”সুকান্তর এমন মন্তব্যের পালটা চ্যালেঞ্জ জানিয়েছেন সাবিনাও।
Oct 181 min read


আরও এক ভারতীয়কে ঘরে ফেরাতে উদ্যোগ সাংসদের
১৪ বছর আগে হঠাৎ নিখোঁজ হয়েছিলেন ২১ বছরের যুবক। দীর্ঘদিন খোঁজ করার পরও ছেলের খোঁজ না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলেন পরিবারের লোকজনও। অবশেষে মাস চারেক আগে বাংলাদেশের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি তুলে ধরেন। সেই ছবি নজরে আসে ওই যুবকের পরিবারের। সেই যুবককে ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ইশা খান চৌধুরী।
Oct 161 min read


এসআইআর ইশ্যুতে ভাঙন দুর্গতদের পাশে কংগ্রেস
এসআইআর ইস্যুতে মানুষের মনে ভয় ধরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিজেপি নেতৃত্বকে বিঁধলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার৷ রাজ্যে এসআইআর লাগু করার আগে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষজনের সমস্যা নিয়ে উদবেগ প্রকাশ করেন তিনি।
Oct 141 min read


মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলা নেতৃত্বদেরও কটাক্ষ সুকান্তর
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শাসকদলের মালদার একাধিক নেতাকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মেয়েদের রাস্তায় বেরোনোর প্রসঙ্গ নিয়ে টাইমে মেশিনে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবরের আমলে পাঠানোর কথা বলেন বালুরঘাটের সাংসদ। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিকে মমি বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর তিরে বিদ্ধ হয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সিও।
Oct 132 min read


কালিয়াচক, রতুয়া, মানিকচকের পর এবার ভাঙন ইংরেজবাজারে
কালিয়াচকের দুটি ব্লক, রতুয়া, মানিকচকের পর এবার গঙ্গার ছোবল ইংরেজবাজার ব্লকে। প্রায় তিন দিন ধরে মিলকি গ্রাম পঞ্চায়েতের নদী সংলগ্ন খাসকোল গ্রামে চলছে গঙ্গার ভাঙন৷ আতঙ্কে রাজ জাগতে শুরু করেছেন ওই এলাকার মানুষ। তবে স্বস্তির বিষয় গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় আর ভাঙন হয়নি বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
Oct 101 min read







