top of page

গাড়ির চাকা ফেটে দুর্ঘটনায় মৃত ১, আহত ১৫

যাত্রীবোঝাই ম্যাক্সি গাড়ির চাকা ফেটে দুর্ঘটনায় মৃত একজন, আহত প্রায় ১৫। ঘটনাটি ঘটেছে মালদা-রতুয়া রাজ্য সড়কে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।


1 killed, 15 injured in Malda Ratua Road car accident
হঠাৎ গাড়ির চাকা ফেটে দুর্ঘটনা ঘটে

জানা গিয়েছে, পুখুরিয়া থানার পরাণপুর এলাকা থেকে যাত্রীবোঝাই ম্যাক্সি গাড়িটি ইংরেজবাজার থানার পীড়ানা পীরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। হঠাৎ গাড়ির চাকা ফেটে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় যাত্রীবোঝাই গাড়িটি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে আড়াইডাঙা গ্রামীণ হাসপাতাল ভরতি করে। কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন যাত্রীদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। মালদা মেডিকেলে চিকিৎসকরা এক যাত্রীকে মৃত বলে ঘোষণা করে। মৃত যাত্রীর নাম ভোম্বল দাস (২৮)। বাকিরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page