top of page

বরযাত্রী বোঝাই বাসের ধাক্কা লরির সাথে, মৃত এক জখম ১০

খড়গপুর থেকে বিহারের পূর্ণিয়া যাচ্ছিল একটি বরযাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই গাড়ি। মৃত এক, আহত ১০ জন। ঘটনাটি ঘটেছে আজ ভোররাতে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়।





ভোররাতে যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারে বাসটি। ঘটনায় জখম হন বাসের যাত্রীরা। তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। বাকি ১০ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page