Search
হরিশ্চন্দ্রপুর শুট আউটে ধৃত দুই অভিযুক্ত, মহকুমা আদালতে পেশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 27, 2021
- 1 min read
প্রকাশ্যে শুট আউটের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিচারকের কাছে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুরের কড়িয়ালি বাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে চাঁদ সিং নামে এক যুবককে খুন করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ কার্তিক রবিদাস ও জগন্নাথ দাসকে সামসী স্টেশন থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের হেপাজত থেকে একটি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, প্রেম ঘটিত কারণেই খুন করা হয়েছে ওই যুবককে।
[ আগের খবরঃ হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্যে শুট আউট, মৃত যুবক ]
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ধৃত দুই যুবককে সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তদন্তের জন্য এই ঘটনা নিয়ে আর কিছু বলা সম্ভব নয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments