top of page

ব্রাউন শুগার ও ১১ লক্ষ টাকা সহ ধৃত দুই কারবারি

গোপন সূত্রে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ব্রাউন শুগার সহ ১১ লক্ষ টাকা উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে মহদীপুরের লোটন মসজিদ সংলগ্ন এলাকায় হানা দিয়ে দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


2 arrested with brown sugar in English Bazar
ব্রাউন শুগার কিনতে যাওয়ার পথে গ্রেফতার দুই কারবারি

ধৃত দুই মাদক কারবারির নাম প্রসেনজিত ঘোষ এবং নেসারুল ইসলাম। ধৃতদের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার অফিসার অনিমেষ সমাজপতি, কাজল ব্যানার্জি এবং অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একটি পুলিশের একটি দল লোটন মসজিদ এলাকায় হানা দেয়। ওই এলাকায় একটি গাড়ি আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৩৫০ গ্রাম ব্রাউন শুগার ও ১১ লক্ষ টাকা। ধৃত প্রসেনজিত ঘোষ ওই গাড়ির চালক এবং নেসারুল ইসলাম ওই গাড়ির মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা ওই টাকা দিয়ে ব্রাউন শুগার কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করার ছক কষেছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আজ ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page