top of page

গাছের ডালে দুই কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

কিশোর-কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরে। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত কিশোর ও কিশোরীর নাম পবিত্র সিংহ (১৭) ও নিরূপা সিংহ (১৫)। বাড়ি কুশিদা গ্রামপঞ্চায়েতের কুতুবপুর গ্রামে। নিরূপার পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ঘুমোনোর পর আজ সকালে পরিবারের কেউ নিরূপাকে দেখতে পায়নি। অন্যদিকে, গতকাল পবিত্র জমির ধান আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি। স্থানীয় লোকজন একটি গাছে দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।


2 bodies found hanging in Harishchadrapur
কিশোর-কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মৃত কিশোরের ভাই বিক্রম জানায়, গতকাল সন্ধেয় জমির ধান আনতে গিয়েছিল দাদা। কিন্তু আমি পরে জমিতে গিয়ে দাদাকে দেখতে পায়নি। আজ সকালে দাদার মৃতদেহ সঙ্গে একটি মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। মেয়েটিকে আমরা আগে কখনও দেখিনি। একই বক্তব্য মেয়ের পরিবারেরও। পবিত্র ও নিরূপার প্রেমের সম্পর্ক ছিল না কিনা তা নিয়ে ধন্দে এলাকাবাসী।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page