top of page

একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত তৃণমূলের দুই গোষ্ঠীর

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকলহ। গতকাল ইংরেজবাজার ব্লক তৃণমূল সভানেত্রী প্রতিভা সিংয়ের পদত্যাগ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করেছিল তৃণমূলের একটি গোষ্ঠী। আজ প্রতিভা সিংয়ের সমর্থনে বিক্ষোভ আরেক গোষ্ঠীর। পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবে দলীয় কর্মীদের একে অপরের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় চিন্তিত জেলা নেতৃত্ব।


উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচিতে প্রার্থী নির্বাচনের ভোটে অংশ নিতে পারেননি ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম ৪৬ নম্বর বুথ সভাপতি তাহির মহালদার। তাঁর দাবি, রাতের অন্ধকারে বুথ কমিটি বদলে দেওয়া হয়েছে। সেই অভিযোগে গতকাল পঞ্চায়েতের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূলের এক গোষ্ঠী।


আজ প্রতিভা সিংয়ের সমর্থনে ওই একই জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে আরেক গোষ্ঠী। তাদের দাবি, তাহির মহালদার উপপ্রধান মণ্টু ইসলামের সঙ্গে দুর্নীতিতে জড়িত। তাই বুথ কমিটি পরিবর্তন করা হয়েছে। তাঁরা ব্লক সভানেত্রী প্রতিভা সিংয়ের সঙ্গে রয়েছেন।


2-groups-of-Trinamool-continue-to-protest
তৃণমূল কর্মীদের বিক্ষোভ

দলীয় কর্মীদের এভাবে একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে সমস্যায় জেলা তৃণমূল নেতৃত্ব। দলীয় কর্মীরা এভাবে নিজেরে ভবিষ্যৎ নষ্ট করছে বলে দাবি নেতৃত্বের।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page