ট্রেকারের সাথে মুখোমুখি সংঘর্ষ মোটরবাইকের, মৃত ২
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 2, 2019
- 1 min read
Updated: Aug 14, 2020
মোটরবাইক ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাবা ও ছেলের। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন মা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের শাহবাজপুর এলাকায়।
বৈষ্ণবনগরের বাসিন্দা রবিউল ইসলাম তাঁর ছেলে আমিরুল ইসলাম ও স্ত্রী লাইলি বিবি মোটরবাইকে চেপে কালিয়াচকের বামনগ্রাম এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। জানা গেছে, পথে শাহবাজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সকলে। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা রবিউল সাহেব ও আমিরুলকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন লাইলি বিবি।

কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।
Kommentare