top of page

গঙ্গায় স্নান করতে নেমে মৃত্যু দুই নাবালিকার

ভরা গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন নাবালিকা। স্থানীয় বাসিন্দারা একজনকে উদ্ধার করলেও মৃত্যু হয় বাকি দু’জনের। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার চরসুজাপুর শক্তিমণ্ডল পাড়া এলাকায়।


2-minors-died-while-bathing-in-Ganges
স্থানীয় বাসিন্দারা একজনকে উদ্ধার করলেও মৃত্যু হয় বাকি দু’জনের। প্রতীকী ছবি

মৃত দুই নাবালিকার নাম শ্রীপর্ণা রজক (১১), কোয়েল রজক (১০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ণিমা রজক নামে এক বন্ধুর সঙ্গে গঙ্গার ঘাটে স্নান করতে যায় শ্রীপর্ণা ও কোয়েল। প্রবল স্রোতে হঠাৎ জলে তলিয়ে যায় তিনজনই। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান। পূর্ণিমাকে উদ্ধার করা হয়। বাকি দুই মেয়ের খোঁজে তল্লাশি চলতে থাকে। অবশেষে ঘণ্টা দুয়েক পর বাকি দুজনের হদিশ মেলে। তাদের মালদা মেডিকেলে নিয়ে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page