চণ্ডীপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু ২ কিশোরীর
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই কিশোরীর। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন আরও দু’জন। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ভূতনি থানার কালুটনটোলা গ্রামের কোশিঘাটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রামপঞ্চায়েতের কালুটোনটোলা গ্রামের সুনীতা মাহাতো (১০), ফাগুনি মাহাতো (১৩), কিরণ মাহাতো (৮) ও ফুলো মাহাতো (৬) গঙ্গায় স্নান করতে যায়। তারা সবাই একই পরিবারের। সেই সময় ওই ঘাটে অনেকেই স্নান করছিল। স্নান করতে গিয়ে হঠাৎ তলিয়ে যেতে শুরু করে তারা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি চারজনকেই উদ্ধার করে। তবে ততক্ষণে সুনীতা ও ফাগুনির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।
মৃত দুই কিশোরীর এক আত্মীয় জানান, ওরা চারজন মিলে নদীতে স্নান করতে গিয়েছিল। স্রোতের টানে চারজনই ভেসে যায়। ঘাটের অন্যান্য মানুষজন ওদের উদ্ধার করে। ততক্ষণে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জন চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments