নদী থেকে বালি চুরি, দুটি গাড়ি আটক করল মহকুমাশাসক
মহানন্দার বুক থেকে বালি নিয়ে যাওয়ার পথে দুটি গাড়িকে আটক করল মহকুমাশাসক। মহকুমাশাসকের হঠাৎ অভিযানের ফলেই হাতেনাতে ধরা পড়েছে দুটি গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলে।
মহকুমাশাসকের কাছে খবর ছিল আশাপুরের মাধবপুর সেতুর নিচে বালি কাটা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে মহকুমাশাসক সঞ্জয় পাল হানা দেন মাধবপুর ঘাটে। এই এলাকায় নাকা চেকিংয়ে বালি ভরতি দুটি গাড়ি আটক করেন মহকুমাশাসক। সঙ্গে ছিলেন ভূমি ও ভূমি সংস্কারক আধিকারিক (চাঁচল মহকুমা)।
মহকুমাশাসক জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর সেতুতে আসি। দেখা যায় কিছু নদী থেকে বালি কেটে গাড়ি করে পাচার করা হচ্ছে। দুটি ট্র্যাক্টরকে আটক করে নথিপত্র দেখতে চাওয়া হয়। বৈধ নথিপত্র না থাকায় দুই চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
[ আরও খবরঃ মেডিকেল কলেজে রক্তের দালালচক্রের হদিশ, ধৃত তিন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments