ইংরেজবাজারে ২৮টি চোরাই মোবাইল সহ ধৃত দুই যুবক
২৮টি চোরাই মোবাইল সহ দুই যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র খবর পেয়ে গতকাল রাতেও ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের সুকান্তপল্লী এলাকায় হানা দেয়। সেখানে দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৮টি চোরাই মোবাইল। গ্রেফতার করা হয় ওই দুই যুবককে। ধৃতদের নাম পাপাই দাস (২৮) ও লব মণ্ডল (২০)। ধৃতরা ইংরেজবাজারের কোতওয়ালি ও সুকান্তপল্লি এলাকার বাসিন্দা। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios