top of page

সংক্রমণে বড়ো লাফ, জেলায় ৮৮ জন করোনায় আক্রান্ত

জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮।


রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হারে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। এখনও পর্যন্ত জেলায় ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে৷ শুক্রবার ও শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন৷ আক্রান্তদের করোনা হাসপাতালে চিকিৎসা শুরু করা হয়েছে৷


Covid Front liners
মালদা মেডিকেল কলেজে আরও করোনা পরীক্ষার যন্ত্র বসানো হচ্ছে। প্রতীকী ছবি

গত দুদিনে মালদা মেডিকেলের করোনা পরীক্ষা কেন্দ্রে ২১ জনের লালারসের নমুনায় করোনার হদিশ মিলেছে৷ পাশাপাশি সঙ্গে কলকাতা ও মুম্বইয়ে লালারস পরীক্ষা হওয়া দুই শ্রমিকের হিসাবও জেলার মধ্যে ধরেছে প্রশাসন৷ সব মিলিয়ে শুক্রবার ও শনিবার মোট ৩১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷ আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক৷ আক্রান্তদের মধ্যে ২০ জন ইংরেজবাজারের, ৬ জন কালিয়াচক ১ ব্লকের, কালিয়াচক ২ ব্লকের ২ জন, চাঁচল ২ ব্লকের ২ জন ও মানিকচক ব্লকের ২ জন৷ জেলায় করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবচেয়ে বেশি আক্রান্ত ইংরেজবাজার ও মানিকচকে৷


মেডিকেল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১১.৪৫ পর্যন্ত মালদা মেডিকেলে ১৫৩৪ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে ১২ জনের নমুনায় করোনার হদিশ মিলেছে৷ এর মধ্যে ১১ জন মালদার ও একজন উত্তর দিনাজপুরের৷ মালদার আক্রান্তদের লালারসের নমুনা গৌড়কন্যা বাস টার্মিনাস থেকে সংগ্রহ করা হয়েছিল৷ এখনও পর্যন্ত মালদা মেডিকেলে ৩১৩ জনের নমুনা পরীক্ষার কাজ চলছে৷ ব্যকলগ রয়েছে ৩২০৩৷


জেলার আক্রান্তদের মধ্যে সর্বাধিক ৩৩ জন মহারাষ্ট্র থেকে এই জেলায় ফিরেছিলেন। তাছাড়া বেনারস থেকে ফিরেছিলেন ১১ জন, রাজস্থানের আজমের ও দিল্লি থেকে ফিরেছিলেন ১০ জন করে শ্রমিক। দেশের অন্যান্য জায়গা যেমন, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এলাহাবাদ, অসম, বারাসাত এবং নাগপুর থেকে ফিরেছিলেন বাকিরা।


সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আক্রান্তদের মধ্যে আটজন সুদূর উত্তরপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরেছিলেন।

মালদা জেলার সাথেসাথে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের লালারসের নমুনা পরীক্ষার জন্য চাপ বাড়ছে মালদা মেডিকেল কলেজে৷ এই সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে মালদা মেডিকেল কলেজে আরও করোনা পরীক্ষার যন্ত্র বসানো হচ্ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷




Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page