top of page

ট্রলি ব্যাগ খুলতেই মিলল ২২ কেজি গাঁজা

ফের গাঁজা উদ্ধার মালদায়। ২২ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


গতকাল রাতে মালদা শহরের রথবাড়ি মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীরা সন্দেহজনক এক ব্যক্তিকে ট্রলি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় তল্লাশি চালাতেই ব্যাগ থেকে উদ্ধার হয় ২২ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম অতুল রায়, বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে।


22KG GANJA recovered from a travel bag
তল্লাশি চালাতেই ব্যাগ থেকে উদ্ধার হয় ২২ কেজি গাঁজা

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুরের পতিরামে নিয়ে যাচ্ছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page