পাহাড়ে ২৫ ঘণ্টা আটকে থাকার পর বাড়ি ফিরলেন দম্পতি
অবশেষে বাড়ি ফিরল ঝাড়খণ্ডের দেওঘর জেলার ত্রিকূট পর্বতে আটকে থাকা মালদার দম্পতি। প্রায় ২৫ ঘণ্টা আটকে থাকার পর বায়ুসেনা তাঁদের উদ্ধার করে। আজ ভোররাতে বাড়ি ফেরেন ওই দম্পতি।
মালদার মানিকচক থানার বাঁকিপুর এলাকার বাসিন্দা মোহনচন্দ্র শর্মা। স্ত্রী পুতুল শর্মাকে নিয়ে গত ৯ এপ্রিল তীর্থস্থান গয়া গিয়েছিলেন তিনি। দেওঘরের ত্রিকূট পর্বত রোপওয়ে ভ্রমণ করতে উঠেছিলেন পুতুল শর্মা। সেখানেই বিপত্তি ঘটে। প্রায় ২৫ ঘণ্টা পাহাড়ের মধ্যে আটকে থাকেন পুতুল শর্মা। অবশেষে বায়ুসেনার তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে। আজ ভোর রাতে ওই দম্পতি বাড়ি ফেরেন।
পুতুলদেবী জানান, প্রায় ২৫ ঘণ্টা আটকে ছিলাম। শুধু শুনতে পাচ্ছিলাম সেনাবাহিনী আসছে উদ্ধার কার্যে। ঘণ্টার পর ঘণ্টা আমরা অপেক্ষা করতে থাকি। এক সময় মনে হচ্ছিল আর আমরা বাঁচতে পারব না। অবশেষে আমাদের উদ্ধার করা হয়।
[ আরও খবরঃ ডিমের ঘাটতি মেটাতে বড়ো পোলট্রি ফার্মের উদ্যোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments