Search
হবিবপুরে গ্রেফতার ৩ বাংলাদেশি, চাঞ্চল্য
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 17, 2023
- 1 min read
উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে তিন বাংলাদেশিকে আটক করল স্থানীয় বাসিন্দারা। পরে ওই বাংলাদেশিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে হবিবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বুলবুলচণ্ডী বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় তিনজনকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। জিজ্ঞাসাবাদে ভাষাগত পার্থক্য দেখেই সন্দেহ বেড়ে যায়। এরপরে ওই তিন ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ওই তিন ব্যক্তি বাংলাদেশি। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় গ্রেফতার করা হয় ওই তিন ব্যক্তিকে।

ধৃত তিনজনেরই বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ এলাকায়। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Bình luận