Search
উদ্ধার তিন লক্ষ টাকার জালনোট, ধৃত তিন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 12, 2021
- 1 min read
তিন লক্ষ টাকার জালনোট সহ তিন কারবারিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম এসরাইল (৪৫), আনিকুল ইসলাম (২৩) ও ইউসুফ মিঞাঁ (১৭)। ধৃতরা কালিয়াচকের বিভিন্ন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া সমস্ত জালনোটগুলি ৫০০ টাকার। উদ্ধার হওয়া জালনোটগুলি ধৃতরা কোথা থেকে কোথায় পাচার করার ছক কষেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ শোভানগরে বন্দুকবাজের হানায় জখম জমি ব্যবসায়ী ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments