top of page

ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের

পুজোর আগে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের৷ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার গোবরা বটতলি এলাকায়৷


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভালুকা-দিল্লি দেওয়ানগঞ্জ রাজ্য সড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক৷ পাথর বোঝাই লরি উলটে যায় রাস্তার ধারে অনেকটা নীচে থাকা একটি গাছের উপর৷ ওই গাছের নীচে দুই বাচ্চাকে নিয়ে বসেছিলেন ওই পরিবারের তিন মহিলা৷ লরি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের৷ মৃতদের নাম আরতি মণ্ডল (৪৫), লক্ষ্মী মণ্ডল (২৫) ও লুসি মণ্ডল (৫)৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নির্মলা মণ্ডল (৪৫) ও প্রিয়াংশু মণ্ডল (১)৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের, চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি৷


স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত মহিলার দুটি পা কাটা গিয়েছে। তবে ওই বাচ্চাটির কিছু হয়নি। এই পরিবারের সরকারি সহায়তার জন্য মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের কাছে আবেদন জানাবেন তিনি।


3-members-of-same-family-died-in-a-terrible-accident
পাথর বোঝাই লরি উলটে যায় রাস্তার ধারে অনেকটা নীচে থাকা একটি গাছের উপর



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

تعليقات


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page