ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের
পুজোর আগে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের৷ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার গোবরা বটতলি এলাকায়৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভালুকা-দিল্লি দেওয়ানগঞ্জ রাজ্য সড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক৷ পাথর বোঝাই লরি উলটে যায় রাস্তার ধারে অনেকটা নীচে থাকা একটি গাছের উপর৷ ওই গাছের নীচে দুই বাচ্চাকে নিয়ে বসেছিলেন ওই পরিবারের তিন মহিলা৷ লরি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের৷ মৃতদের নাম আরতি মণ্ডল (৪৫), লক্ষ্মী মণ্ডল (২৫) ও লুসি মণ্ডল (৫)৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নির্মলা মণ্ডল (৪৫) ও প্রিয়াংশু মণ্ডল (১)৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের, চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি৷
স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত মহিলার দুটি পা কাটা গিয়েছে। তবে ওই বাচ্চাটির কিছু হয়নি। এই পরিবারের সরকারি সহায়তার জন্য মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের কাছে আবেদন জানাবেন তিনি।
[ আরও খবরঃ অবশেষে উদ্বোধন হল রথবাড়ি আন্ডারপাসের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
تعليقات