ব্রাউন শুগার সহ তিন কারবারি গ্রেফতার
গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন শুগার সহ তিন কারবারিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নাকা চেকিংয়ে একটি মোটরবাইক আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৭০ গ্রাম ব্রাউন শুগার। গ্রেফতার করা হয় চালক সহ তিন ব্যক্তিকে। ধৃতদের নাম ছবি ঘোষ, অজয় হালদার ও সুরজিৎ সাহা। ধৃতরা ইংরেজবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন শুগার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ হরিণ পুষছেন বিডিও, ভিড় বাড়ছে ব্লক অফিসে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ความคิดเห็น