স্থান বদলে শুরু হল মালদা বইমেলা, চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত
নিউনর্মালে মালদা জেলা বইমেলার স্থান বদলেছে। শহরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন যুবআবাস প্রাঙ্গণে ৩২ তম মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার। বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার প্রদীপ প্রজ্বলন করে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, বিধায়িকা সাবিনা ইয়াসমিন, যুব তৃণমূল সভাপতি প্রসেনজিত দাস সহ অন্যান্যরা।
১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ছয় দিন ধরে চলবে মালদা জেলা বইমেলা। এবছর বইমেলায় মোট ১১০টি স্টল করা হয়েছে। তারমধ্যে কলকাতার ৫০টি বইয়ের স্টল রয়েছে। পাশাপাশি তালিম, সোপান, নয়া উদ্যোগের মত বেশ কিছু বাংলাদেশের প্রকাশনা সংস্থাও এসেছে মেলায়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments