শুরু হল মালদায় ৩৩তম বইমেলা
অবশেষে উদ্বোধন হল ৩৩তম মালদা জেলা বইমেলার। মঙ্গলবার বিবেকানন্দ স্কুলের পার্শ্ববর্তী ময়দানে বইমেলার উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজী স্বামী ত্যাগরূপানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী, মালদা জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত দাস, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মালদা জেলা বইমেলা ৩ জানুয়ারি উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের জেরে বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে আজ করোনা বিধি মেনে উদ্বোধন করা হল মালদা জেলা বইমেলার। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে লাগাম টানা হয়েছে। শুধুমাত্র মূল একটি অনুষ্ঠান মঞ্চে ছোটো করে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলায় মোট ৯৪টি প্রকাশনা সংস্থা নিজেদের পসরা সাজিয়ে বসেছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments