শেয়ালের হামলায় জখম চার কৃষক, পালটা মারে শিয়ালের মৃত্যু
ফের শেয়ালের হানা হরিশ্চন্দ্রপুরে। এদিনের হামলায় আহত হয়েছেন চার কৃষক। কৃষকের মারে মৃত্যু হয়েছে এক শেয়ালেরও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকা সুলতাননগর গ্রামপঞ্চায়েতের ডহরা এলাকায় শুক্রবার সকালে ধান কাটতে যান এলাকার কৃষক আয়নাল হক (৫৮), মাসিরুল হক (১৮), রবিউল ইসলাম (২৪)। ধান কাটার সময় হঠাৎ জমি থেকে কয়েকটি শেয়াল বেরিয়ে তিনজনের উপর হামলা চালায়। শিয়ালের হামলায় গুরুতর জখম হন তিনজনেই। গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করেন।
অন্যদিকে, একই সময়ে তুলসিহাটা অঞ্চলের কামারতা গ্রামে একই কায়দায় জমিতে শেয়ালের দ্বারা আক্রান্ত হন কৃষক সকাল দাস (৪০)। তবে সকালের পাল্টা আক্রমণে ঘটনাস্থলে একটি শেয়ালের মৃত্যু হয়।
একের পর এক শেয়ালের হামলার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শেয়ালের আক্রমণ থেকে বাঁচতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
[ আরও খবরঃ ‘ব্যাটারি চোর’ সন্দেহভাজনদের আটক রেখে রাস্তা অবরোধ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות