top of page

তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত চার, চাঞ্চল্য পুরাতন মালদায়

তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত চারজন। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দুই দলই। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের লোলাবাগ এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কয়েকজন তৃণমূল কর্মী সঙ্গে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিজেপি কাউন্সিলরের স্বামী ও তাঁর দলবল গালিগালাজ করতে থাকে। এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় আহত হন চারজন। আক্রান্ত তৃণমূলকর্মী অরিন্দম মৈত্রের অভিযোগ, গতকাল রাতে বিজেপির কাউন্সিলরের স্বামী ও তাঁর দলবল তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের বেধড়ক মারধর করা হয়। এনিয়ে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করবেন। অন্যদিকে, বিজেপি কাউন্সিলরের স্বামীর দাবি, অরিন্দম মৈত্র নামে ওই তৃণমূলকর্মীর বিরুদ্ধে তাঁরা থানায় তোলাবাজির অভিযোগ করেছিলেন। গতকাল রাতে অরিন্দম মৈত্র মদ্যপ অবস্থায় তাঁদের গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় তৃণমূলের কিছু লোকজন তাঁদের ওপর চড়াও হয়। তোলাবাজি নিয়ে অভিযোগ করায় তাঁদেরকে দীর্ঘদিন ধরে হেনস্তা করছে অরিন্দম মৈত্র সহ তাঁর দলবল।


4-injured-in-TMC-BJP-clash-in-old-Malda
প্রতীকী ছবি

মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,

"এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ"

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page