top of page

নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত ৪ নাবালক

কালিয়াচকের পর এবার বৈষ্ণবনগরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ৷ আরও বড়ো বিষয়, চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার নাবালকের বিরুদ্ধে৷ এই ঘটনায় ওই কিশোরীর পরিবারের তরফে চার নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে চার নাবালককে নিয়ে গিয়েছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এবার নারী নিরাপত্তার সঙ্গে বিপথগামী কৈশোর নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মে বাড়ির পেছনে ১০ বছর বয়সী ওই ছাত্রী খেলছিল৷ অভিযোগ, সেই সময় চার নাবালক তাকে ধর্ষণ করে৷ ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি ওই নাবালিকা৷ পরদিন যন্ত্রণা বাড়তে থাকায় পরিবারের লোকদের শারীরিক অসুস্থতার কথা জানায় সে৷ পরিবারের লোকজন ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের বিষয়টি সামনে আসে৷ এরপরেই পরিবারের তরফে চার নাবালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, বৈষ্ণবনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত নাবালকদের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য এক অভিভাবককেও থানায় নিয়ে গিয়েছে৷


4 minors accused in minor gang rape
প্রতীকী ছবি।

জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৈষ্ণবনগর থানায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযুক্তরাও সবাই নাবালক৷ তাদের প্রত্যেকের বয়স নয় থেকে ১২ বছরের মধ্যে৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ এই ঘটনায় পকসো আইনেই মামলা রুজু করা হবে৷ অভিযুক্ত চার নাবালককে পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে৷”


উল্লেখ্য, সম্প্রতি কালিয়াচকের একটি খেত থেকে পুরাতন মালদার এক নাবালিকার দেহ উদ্ধার হয়৷ পুলিশি তদন্তে উঠে আসে, ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল৷ সেই ঘটনা নিয়ে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি৷ ঘটনার পুলিশি তদন্ত নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে বিরোধীদের৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ৷ এবং এক্ষেত্রে অভিযুক্ত চার কিশোর৷ ফলে এই ঘটনা যে আরও একবার গোটা রাজ্যে ঝড় তুলতে চলেছে তা বলাই বাহুল্য৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page