top of page

করোনা সতর্কতাঃ ১৪ দিনের জন্য বন্ধ করা হল ডিআরএম বিল্ডিং

নতুন ৪১৷ মোট ৯০১৷ জেলার করোনাগ্রাফ এখনও ঊর্ধ্বমুখী৷ নতুন করে তালিকায় নাম উঠেছে রেলকর্মী, বিএসএফ জওয়ান, পুলিশকর্মী সহ আরও অনেকের৷ রেলকর্মীর সংক্রমণে আজ থেকে ১৪ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মালদা ডিভিশনাল রেলওয়ে অফিস বিল্ডিং৷ এদিকে কালিয়াচক-২ ব্লকের আমলিতলা গ্রামে একই পরিবারের ১১ জনের লালারসে সংক্রমণের হদিস মিলেছে৷ পরিস্থিতি মোকাবিলায় আজ থেকে জেলার দুই শহর সহ মোট পাঁচ জায়গায় কঠোর হয়েছে লকডাউন৷ তবে এত কিছুতেও যেন হুঁশ ফেরেনি মানুষের৷ আজও শহরে প্রবল ভিড়, অন্যদিনের মতোই যানজট৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নেমেছে পুলিশ৷ মাইক হাতে মানুষকে সতর্ক করেছেন খোদ ইংরেজবাজার থানার আইসি৷



গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪১ জন করোনা সংক্রমিতের হদিস মিলেছে৷ এর মধ্যে মালদা শহর, কালিয়াচক ২ ও রতুয়া ১ ব্লকে সংক্রমণের সংখ্যা বেশি৷ কালিয়াচক ২ ব্লকের আমলিতলা গ্রামে একই পরিবারের ১১ জন করোনা সংক্রমিত৷ এই পরিবারের এক সদস্য গত ২৬ জুন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান৷ তাঁর হৃদ্‌যন্ত্রের সমস্যা ছিল৷ মৃত্যুর পর তাঁর লালারসের নমুনায় করোনা সংক্রমণ ধরা পড়ে৷ এরপর কালিয়াচক ২ ব্লক স্বাস্থ্য দফতর মৃতের পরিবার ও পরিজনদের লালারস সংগ্রহ করে৷ তার মধ্যে ১১ জনের লালারসের নমুনা করোনা পজিটিভ৷ করোনা সংক্রমণ মিলেছে এক রেলকর্মী ও তাঁর স্ত্রীর লালারসের নমুনাতেও৷ ওই কর্মী কমার্শিয়াল বিভাগের কর্মী৷ এরপর প্রথমে কমার্শিয়াল বিভাগ, পরে গোটা ডিআরএম বিল্ডিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, আগামী ১৪ দিনের জন্য ওই বিল্ডিং বন্ধ থাকবে৷




এদিকে করোনা সংক্রমণ রুখতে আজ থেকে জেলার দুই পুর এলাকা সহ মোট পাঁচটি জায়গায় কঠোর করা হয়েছে লকডাউন৷ গতকালই পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সেকথা ঘোষণা করা হয়৷ কিন্তু আজ সকালে মালদা শহরের ছবি দেখে বোঝার উপায় নেই, এই শহরে করোনা ১২৫ জনের বেশি মানুষের শরীরে থাবা বসিয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাস্তায় নামতে হয়েছে পুলিশকে৷ খোদ ইংরেজবাজার থানার আইসি মাইক হাতে মানুষকে সতর্ক করে সাফ জানিয়ে দিয়েছেন, লকডাউন অমান্যকারীদের আর কোনও রেয়াত করা হবে না৷ প্রত্যেককে গ্রেপ্তার করা হবে৷


টপিকঃ #CoronaVirus

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page