তৃণমূল শিবিরে এলেন ৫০ বিজেপি যুব মোর্চার সদস্য
বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন যুব মোর্চার প্রায় ৫০ জন সদস্য। গতকাল রাতে একটি পথসভায় মালদা বিধানসভা এলাকার প্রার্থী উজ্জ্বল চৌধুরির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তাঁরা। ওই পথসভায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির বুথ সভাপতি অভিজিৎ হালদার, জয় হালদার, মিঠুন হালদার সহ প্রায় ৫0 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের দাবি, করোনা পরিস্থিতিতে স্থানীয় বিজেপি সাংসদ কোনও কাজ করেননি। মানুষের পাশে দাঁড়াননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চৌধুরী জানান, মানুষ বিজেপির ভাঁওতাবাজি ধরে ফেলেছে। তাই বিজেপি কর্মীরাও তৃণমূলে যোগদান করছে। আসন্ন বিধানসভায় মালদা বিধানসভা সহ অন্যান্য বিধানসভা আসনেও তৃণমূল জয়লাভ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন।
অন্যদিকে, সাহাপুর গ্রামপঞ্চায়েতের আদিবাসীপাড়ায় আরও কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী সুশান্ত কুণ্ডুর হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাঁরা। সুশান্ত কুণ্ডু বলেন, রাজ্য সরকারের জয় জহর, জয় বাংলা প্রকল্পে এই এলাকার বাসিন্দাদের ভাতার ব্যবস্থা করা হয়নি৷ এই অঞ্চলের মানুষের এসব প্রকল্পের কথা জানাই নেই৷ তাঁরা শুনেছেন, আমি তৃণমূলে যোগ দিয়েছি৷ তাই আজ আমার হাত ধরে এলাকার প্রায় ৪০০ জন গ্রামবাসী তৃণমূলে যোগ দিলেন৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言