ইংরেজবাজারে উদ্ধার প্রচুর নিষিদ্ধ কাফসিরাপ
৫৫৫ বোতল নিষিদ্ধ কাফসিরাপ সহ এক বিক্রেতাকে গ্রেফতার করল মিলকি ফাঁড়ির পুলিশ। ধৃত বিক্রেতাকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গতকাল দুপুরে ইংরেজবাজারের মিলকির শ্যামপুরের একটি ওষুধের দোকানে হানা দেয় মিলকি ফাঁড়ির পুলিশের একটি দল। তল্লাশি চালিয়ে দোকান থেকে উদ্ধার করা হয় ৫৫৫ বোতল নিষিদ্ধ কাফসিরাপ। গ্রেফতার করা হয় দোকানের মালিককে। ইংরেজবাজার থানার পুলিশসূত্রে জানা গেছে, ধৃত বিক্রেতার নাম সামি আলম (৩২)। বাড়ি মিলকির শ্যামপুর এলাকায়। ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।
Commentaires