গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ৫ জনের
গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মালদা জেলা আদালত। মৃত গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন মালদা জেলা আদালতের অ্যাডিশনাল ফার্স্ট কোটের বিচারপতি মৌ চ্যাটার্জি।
কালিয়াচকের চরিঅনন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন ঝরনা বিবি। ২০১২ সালের ৪ মার্চ রাজিবুল শেখ তার স্ত্রী ঝরনা বিবির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ ছিল। তাকে এই কাজে সাহায্য করার অভিযোগ উঠেছিল পরিবারের আরও সাত সদস্যের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা ঝরনা বিবিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজে ভরতি করে। মেডিকেল থেকে ঝরনা বিবিকে কলকাতা রেফার করে দেওয়া হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের জঙ্গিপুরে মৃত্যু হয় ঝরনা বিবির। এরপরেই পরিবারের লোকজন পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। প্রমাণ না মেলায় তিনজনকে ছেড়ে দেয় পুলিশ। বাকি পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে 498A, 304B, 302 ও 34 ধারায় মামলা রুজু করা হয়। প্রায় নয় বছর ধরে চলে বিচার প্রক্রিয়া। অবশেষে ১৬ জনের সাক্ষীর ভিত্তিতে পাঁচজন অভিযুক্তের সাজা ঘোষণা করে আদালত। চারটি ধারার বিচারে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করে আদালত।
[ আরও খবরঃ মোথাবাড়িতে পেয়ারার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments