top of page

ইংরেজবাজারে ধৃত ৬ টোটো চোর, উদ্ধার ৫টি টোটো

চুরি যাওয়া টোটো উদ্ধারে নেমে টোটো চোরাই চক্রের মূল পাণ্ডা ও সঙ্গীদের গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


6-Toto-thieves-caught-in-English-Bazar
চুরি হয়ে যাওয়া পাঁচটি টোটো সহ ছয়জন পাণ্ডাকে গ্রেফতার করে পুলিশ

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে ইংরেজবাজার থানায় টোটো চুরির অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া পাঁচটি টোটো সহ ছয়জন পাণ্ডাকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের নাম মোহন চৌধুরি (১৯), পিন্টু চৌধুরি (২৬), উৎপল কর্মকার (২৩), রাজকুমার মণ্ডল (৩৫), নবকৃষ্ণ মণ্ডল (৩৪) ও জংলি চৌধুরি (২৮)। ধৃতরা ইংরেজবাজারের অমৃতি, মোথাবাড়ির সাকুলাপুর, মানিকচকের ভূতনির মহীন্দ্রটোলার বাসিন্দা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page