আধার জালিয়াতি চক্রের হদিশ মানিকচকে
আধার কার্ড জালিয়াতি চক্রের হদিশ মিলল মানিকচকে। পুলিশি অভিযানে মিলল আধার কার্ডের ফর্ম সহ বিভিন্ন যন্ত্রাংশ। এই চক্রের পাণ্ডাদের খোঁজে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের লালবাথানি এলাকায় হানা দেয় পুলিশের একটি দল। ওই এলাকায় আধার কার্ডের জালিয়াতি চক্র চলছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই চক্রের পাণ্ডারা পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় জাল আধার কার্ড তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। উদ্ধার হয়েছে আধার কার্ডের একাধিক ফর্ম, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি ছোটো গাড়ি সহ বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী।
মানিকচক থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী ব্যবহার করেই জাল আধার কার্ড তৈরির কারবার চলছিল। পুলিশি হানার টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই জালিয়াতি চক্রের সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
[ আগের খবরঃ হাসপাতাল চত্বরে দুর্ঘটনা, আহত দিদা-নাতনি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen