ফর্ম সংগ্রহে উপচে পড়ল ভিড়, বন্ধ রাখা হল ব্যাংকের গেট
আধার কার্ডের জন্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে উপচে পড়ল ভিড়। উধাও করোনা বিধিনিষেধ। পরিস্থিতি দেখে ব্যাংকের গেট খুললই না কর্তৃপক্ষ। এদিকে, ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন উপভোক্তা। ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ নতুন আধার কার্ড করা ও আধার সংশোধনের দিন নির্ধারণ করা হয়েছিল। আধারের ফর্ম সংগ্রহ করতে সকাল থেকেই ভিড় জমতে শুরু করে ব্যাংকের সামনে। ব্যাঙ্ক খোলার আগে ভিড় দেখে ব্যাংকের দরজায় খোলেনি কর্তৃপক্ষ। ধাক্কাধাক্কি ও ভিড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এলাকায়। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন উপভোক্তা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
ব্যাংকের ম্যানেজার ফোনে জানান, নতুন আধার কার্ড ও আধার কার্ড সংশোধনের জন্য এতো ভিড় হতে পারে তা তারা বুঝে উঠতে পারেননি। এতলোক একসঙ্গে ব্যাংকে ঢুকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেত। তাই ব্যাংকের দরজা খোলা হয়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments