top of page

পণের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ ইংরেজবাজারে

পণের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল ইংরেজবাজারে। মৃত বধূর পরিবারের পক্ষ থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



মৃত গৃহবধূর নাম প্রতিমা ননিয়া(২০)। বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানার বাবনিগাঁও গ্রামে। জানা গেছে, ৯ মাস আগে প্রতিমা ননিয়ার সঙ্গে বিয়ে হয় ইংরেজবাজারের কুলিপাড়া এলাকার বাসিন্দা প্লাবন মণ্ডলের সঙ্গে। পরিবারের অভিযোগ, বিয়েতে যৌতুক হিসাবে ১ লক্ষ ২০ হাজার টাকা, এক ভরি সোনা সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়। বিয়ের কিছুদিন পরেই ছেলের বাড়ি থেকে ১ লক্ষ টাকার দাবি করা হয়। সেই টাকা না দিতে পারায় দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয় প্রতিমার ওপর। অবশেষে রবিবার প্রতিমাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। গতকাল রাতে মৃত বধূর পরিবারের লোকজন ইংরেজবাজার থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিতভাবে খুনের অভিযোগ জানায়।


ইংরেজবাজার থানা সূত্রে জানা গেছে, মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

댓글


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page