top of page

লক্ষ্য পঞ্চায়েত, সেনা সংগ্রহে বাংলায় কেজরিওয়াল

পাঞ্জাব জয়ের পর পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছে আম আদমি পার্টি। সেই ইঙ্গিত আগেই মিলেছে মালদা শহরে। আগামী পঞ্চায়েত নির্বাচনে ইভিএমে ঝাড়ুর প্রতীক দেখা যাবে আজ সেকথা সাফ জানিয়েছেন কেজরিওয়ালের জেলা সেনাপতি।

Aam-Aadmi-party-will-contest-in-next-panchayat-election
গতপরশু মালদা শহরে ঝাড়ু হাতে তুলে নেওয়ার আবেদনে পোস্টার দেখা যায়

বিভিন্ন সংস্থার এগজিট পোলে দেখা যাচ্ছিল পাঞ্জাব সাফাইয়ে ঝাড়ু আসছে। ইভিএম খুলতেই যেন মিলতে শুরু করে অংক। গণণা শেষে দেখা যায় ৯২টি আসন দখল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। গত বিধানসভা নির্বাচন থেকে এক ধাক্কায় ৭২টি আসন বাড়িয়ে যেন ভরপুর অক্সিজেন পেয়েছে আপ। তবে এখানেই থেমে থাকতে রাজি নন আপ সুপ্রিমো। তাঁর চোখ যে এবারে পশ্চিমবঙ্গে তা ইতিমধ্যেই ধরা পড়েছে। গতপরশু মালদা শহরে ঝাড়ু হাতে তুলে নেওয়ার আবেদনে পোস্টার দেখা যায়। এবার আর আয়নার পেছনে থেকে নয়, আপের সদস্যদের রীতিমতো ক্যাম্প করে সদস্য সংগ্রহ করতে দেখা গেল রতুয়া-২ ব্লকের পরাণপুর স্ট্যান্ডে।


আম আদমি পার্টির মালদা জেলা সভাপতি অনিমেষ সাহা জানান,

পাঞ্জাবের মানুষ আপকে বিশ্বাস করেছে। বাংলার মানুষও কেজরিওয়ালকে বাংলায় স্বাগত জানাচ্ছেন। সেই কারণে রাজ্য জুড়ে সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা এই রাজ্যের সব জায়গায় প্রার্থী দেব। মানুষ দিল্লির উন্নয়ন দেখেছেন। সেই তুলনায় বাংলার শিক্ষা, স্বাস্থ্য সহ সব কিছুতেই পিছিয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আম আদমি পার্টি নিয়ে বেশ কৌতুহল দেখা গিয়েছে। স্থানীয় কিছু বাসিন্দাদের মতে, কেজরিওয়াল দিল্লিতে অনেক ভালো কাজ করছেন। বিদ্যুৎ, জল, রেশন, চিকিৎসা, মেয়েদের গাড়িভাড়া, সবই সেখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে। আশা করছি আপ বাংলার এলে বাংলায় দিল্লির মতো উন্নয়ন দেখা যাবে। বর্তমান রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে রেশন করে ভোট পেতে চাইছে। কিন্তু বাংলায় দিনের পর দিন বেকারের সংখ্যা বাড়ছে। আপ বাংলায় এলে হয়তো যুবক-যুবতিরা চাকরির সুযোগ পাবে। কেজরিওয়ালকে অন্তত একবার সুযোগ দিয়ে দেখা যেতে পারে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page