top of page

চেম্বার বন্ধ রেখে অভয়া ক্লিনিক, পুরোপুরি পরিসেবা বন্ধের হুঁশিয়ারি

আরজিকর মেডিকেলের ঘটনার প্রতিবাদে এখনও ক্ষোভের আগুন দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। রাজ্য সরকারের উৎসবের কার্নিভ্যালের পালটা দ্রোহের কার্নিভ্যাল শুরু হয়েছে। প্রতিবাদের সুর রয়েছে মালদাতেও। পুজোর দিনগুলিতেও মালদা শহরের রাজপথে মিছিল হয়েছে। রাজ্য আইএমএ শাখার ডাকে সারা রাজ্যের পাশাপাশি গতকালের পর আজও বন্ধ ছিল মালদা শহরের প্রাইভেট চেম্বারগুলি। তবে সাধারণ মানুষের সুবিধার্থে আইএমএ ভবনে অভয়া ক্লিনিকের আয়োজন করে আইএমএ মালদা শাখার সদস্যরা।



চিকিৎসক নিলাদ্রী সাহা জানান, আরজিকর মেডিকেলের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। কলকাতায় অনশনকারীদের বেশিরভাগেরই অবস্থা ভালো নয়। তাঁদের প্রতি সমর্থন জানিয়ে গতকাল ও আজ আমরা প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছি। তবে সমস্ত জরুরি পরিসেবা চালু রয়েছে। তারপরেও সাধারণ মানুষকে যাতে সমস্যায় না পড়তে হয় তা চিন্তা করে আইএমএ ভবনে অভয়া ক্লিনিক করা হচ্ছে। কিন্তু প্রশাসনের কোনও সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না। এরকম চলতে থাকলে আমরা সমস্ত পরিসেবা বন্ধ করতে বাধ্য হব।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page