লোকসভার স্ট্র্যাটেজি নির্ধারণে মালদায় অভিষেক
আসন্ন লোকসভা নির্বাচনের আগে স্ট্র্যাটেজি নির্ধারণে মালদায় এলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর দুটো নাগাদ তাঁর চপার যুব আবাসের মাঠে অবতরণ করে। সেখান থেকে গাড়িতে করে তিনি সোজা চলে যান পুরাতন মালদার একটি হোটেলে। সেখানে দীর্ঘক্ষণ দলীয় প্রার্থী, বিধায়ক, নেতৃত্বদের সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হোটেল থেকে বেরোনোর পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মালদা জেলায় দুটো লোকসভা কেন্দ্র রয়েছে। তৃতীয় দফাতে দুটি কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। সেই দুই লোকসভা কেন্দ্রে নির্বাচন নিয়ে আমাদের দলীয় পর্যালোচনা ছিল। গত লোকসভা নির্বাচনে উত্তর মালদা আসনে বিজেপি ও দক্ষিণ মালদা আসনে কংগ্রেস জয় লাভ করেছিল। তবে গত বিধানসভা নির্বাচনে মালদা ও মুর্শিদাবাদে যেভাবে মানুষ তৃণমূলের প্রার্থীদের আশির্বাদ করেছেন এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন তাতে মানুষের সমর্থন দেখে আমরা দুটি কেন্দ্রে জয় পেতে চলেছি।”
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক কর
Comments