সাড়ম্বরে পালিত হল গণিখানের ৯৩তম জন্মদিন
প্রয়াত মন্ত্রী ও মালদার জনপ্রিয় নেতা এবিএ গণিখান চৌধুরির ৯৩তম জন্মদিবস সাড়ম্বরে পালিত হল জেলা জুড়ে। এদিন সকালে কোতোয়ালি ভবনে বরকত সাহেবের মাজারে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানান তাঁর পরিবারের লোকজনেরা। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সকালে রথবাড়ি মোড়ে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে মুক্তমঞ্চের সামনে বরকত সাহেবের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ।
পুরাতন মালদার মৌলপুর জাতীয় কংগ্রেস কার্যালয়েও বরকত সাহেবের জন্মদিবস উদযাপন করা হয়। জেলাজুড়ে কংগ্রেসের কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর স্মৃতিতে পুরাতন মালদার নবাবগঞ্জ থেকে একটি মশালদৌড় সহ মোটর সাইকেলের মিছিল পুরাতন মালদা শহর পরিক্রমা করে।
Commentaires