top of page

মদ্যপ অবস্থায় গালিগালাজ, প্রতিবাদ করে খুন বৃদ্ধ

মদ্যপ অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মধুঘাট এলাকায়।


প্রতীকী ছবি।

মৃত বৃদ্ধের নাম উদয় মণ্ডল (৬০)। আহত হয়েছেন তাঁর স্ত্রী তরুলতা মণ্ডল (৫৫) ও তাঁর ছেলে উৎপল মণ্ডল (৩২)। তরুলতাদেবী মেডিকেল কলেজ ও উৎপলবাবু একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোলির রাতে মদ্যপ অবস্থায় প্রতাপ চৌধুরি গালিগালাজ করছিল। সেই সময় প্রতিবাদ করেন উদয়বাবু। প্রতিবাদ করায় উদয়বাবুর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতাপ। বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে যান তাঁর ছেলে ও স্ত্রী। তাঁদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় উদয়বাবুর। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page