top of page

গঙ্গাস্নান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত কমপক্ষে ১৭

গঙ্গাস্নান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত ১৭ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দুজন। আহতরা সকলেই মালদা মেডিকেলে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের দামোদরপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহর জুড়ে।


মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে গত পরশু হবিবপুর এলাকায় কিছু মানুষ রাজমহল ঘাটে গঙ্গাস্নানে গিয়েছিল। আজ দুপুরে লুটি লরিতে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। ইংরেজবাজারের দামোদরপুর এলাকায় একটি মোটরবাইক হঠাৎ একটি লরির সামনে চলে আসে। ওই মোটরবাইকটিকে বাঁচাতে গিয়ে উলটে যায় লরিটি। কমবেশি আহত হন লরিতে থাকা সকলেই। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করেন। খবর পেয়ে মালদা মেডিকেলে ছুটে আসেন জেলাশাসক, হবিবপুরের বিধায়ক, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান, বিরোধী দলনেতা সহ অন্যান্যরা।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নাজিবুল আহমেদ নামে এক ব্যক্তি জানান, রাজমহলের দিক থেকে একটি লরি মালদা শহরের দিকে যাচ্ছিল। সেই সময় মালদা শহরের দিক থেকে আসা একটি মোটরবাইক ওভারটেক করতে গিয়ে লরির সামনে চলে আসে। ওই মোটরবাইককে বাঁচাতে গিয়ে লরিটি উলটে যায়। দুর্ঘটনায় প্রায় ২০-২২ জন আহত হয়েছে।


আহতদের সঙ্গে দেখা করে মেডিকেল থেকে বেরোনোর পথে জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান, দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সমস্তরকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page