দুর্ঘটনায় মৃত দুই নাবালক, আহত এক কিশোরও
বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই নাবালকের। আহত হয়েছেন আরও একজন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লক অফিসের সামনে ১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালদা থানার পুলিশ।
মৃত দুই নাবালকের নাম সোমনাথ ঘোষ ও সৌরভ রায়। দু’জনে সম্পর্কে মাসতুতো ভাই। পুরাতন মালদার ১৩ নম্বর ওয়ার্ডের খইহাট্টা এলাকার বাসিন্দা সোমনাথ স্থানীয় জিকে হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। সৌরভের বাড়ি মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নারায়ণপুরের কাটাবাড়ি এলাকায় এক আত্মীয়ের বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিল তারা। নেমন্তন্ন খেয়ে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিল তারা। সঙ্গে ছিল আরও এক কিশোর। ব্লক অফিস সংলগ্ন এলাকায় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি ডাম্পার হঠাৎ ব্রেক কষে। নিয়ন্ত্রণ হারিয়ে সোমনাথদের বাইক ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে। তিনজনই মোটরবাইক থেকে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সোমনাথ ও সৌরভকে মৃত বলে ঘোষণা করেন।
মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ দুটির আজ ময়নাতদন্ত করা হয়েছে। আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments