Search
ছেলের মাথায় বাবার আঘাত, বৈষ্ণবনগর থানায় অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 23, 2021
- 1 min read
মদ্যপ অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদ করায় ছেলেকে হাঁসুয়ার কোপ মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার নতুন কলোনি এলাকায়। এই ঘটনায় বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছেলে। অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত ছেলের নাম কমল রবিদাস। জানা গিয়েছে, গতকাল রাতে পারিবারিক বিবাদের জেরে মদ্যপ অবস্থায় কমলকে গালিগালাজ করছিল তাঁর বাবা স্বাধীন রবিদাস। এরই প্রতিবাদ করেছিলেন কমলবাবু। অভিযোগ, প্রতিবাদ করায় ধারালো হাঁসুয়া দিয়ে কমলবাবুর মাথায় আঘাত করে তাঁর বাবা। রাতেই রক্তাক্ত অবস্থায় কমলবাবুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। কমলবাবুর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে। আজ দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন কমলবাবু।
[ আরও খবরঃ জলের তোড়ে বাঁধে ফাটল, মহানন্দার পাড়ে বাড়ছে আতঙ্ক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments