top of page

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। আজ পুলিশে অভিযোগ দায়ের হতেই এলাকায় ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে পুলিশি তল্লাশি চলছে।


নির্যাতিতা কিশোরীর মা জানান, গতকাল সন্ধেয় মেয়ে শৌচকর্মের জন্য ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিল। সেই সময় মুখে কাপড় দিয়ে মেয়েকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। এরপর মেয়ের হাত-পা দড়ি দিয়ে বেঁধে প্রথমে একটি মাঠে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় সে। এরপরে মেয়েকে তুলে বাড়িতে নিয়ে যায় ওই যুবক। সেখানে দরজা বন্ধ করে বেশ কয়েকবার ধর্ষণ করে অভিযুক্ত যুবক। ভোরবেলা মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। গতকাল রাতে মেয়ের খোঁজে তিনি অভিযুক্ত ছেলের বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু ওই যুবক তাঁকে কিছু জানায়নি। আজ ভোরে মেয়ে বাড়িতে ফিরে তাঁকে সমস্ত ঘটনা জানিয়েছে। সমস্ত ঘটনা জানিয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


Accused-of-raping-10th-class-student-fugitive-accused
অভিযুক্তের খোঁজে পুলিশি তল্লাশি চলছে

অভিযোগের ভিত্তিতে নির্যাতিতা কিশোরী শারীরিক পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। পাশাপাশি পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page