এখনও অধরা অভিযুক্ত, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 14, 2023
- 1 min read
দুর্ঘটনার পাঁচদিন পরেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছে পরিবারের লোকজন। ঘটনায় রাজনৈতিক রং লাগতেও শুরু করেছে। শাসকদলের নেতা হওয়ায় অভিযুক্ত চালককে এখনও গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন।

গত ৮ মার্চ হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রামপঞ্চায়েতের বিষণপুর গ্রামের বাসিন্দা, শাহ আলম রাত সাড়ে সাতটা নাগাদ বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। কুশিদাগামী রাজ্য সড়কে খোসালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি চারচাকার গাড়ি বেপরোয়া গতিতে ছুটে এসে ওই বাইকটির পেছনে ধাক্কা মারে। বাইক চালক মিলন আক্তার ও বাইক আরোহী শাহ আলম প্রায় ১০ হাত দূরে ছিটকে পড়ে। স্থানীয়রা ছুটে এসে আহত দুইজনকে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা শাহকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহ আলমের।
স্থানীয়দের অভিযোগ, গাড়িচালক বিক্রম রায় সেদিন মদ পান করে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। অভিযুক্ত গাড়ি চালক বিক্রম রায় শাসকদলের ছত্রছায়ায় রয়েছে বলে পুলিশ তাকে গ্রেফতার করছে না।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের জানান,
নিহত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত গাড়ি চালককে শীঘ্রই গ্রেফতার করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments