Search
জনসভা থেকে মোদি-মমতাকে তীব্র আক্রমণ অধীরের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 13, 2021
- 1 min read
মালদায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় এসে শীতলকুচির ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরি।
হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস প্রার্থী তথা বিধায়ী বিধায়ক মোস্তাক আলমের সমর্থনে জনসভা করতে আজ মালদায় আসেন অধীর চৌধুরি। হরিশ্চন্দ্রপুরের খন্তা মাঠে জনসভা করেন তিনি। সভামঞ্চ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন? গান্ধিমূর্তির পাদদেশে বসে নাটক করছেন। যারা বলছেন শীতলকুচির ঘটনা আরও ঘটবে তাঁদের গ্রেফতার করুন। কংগ্রেস ক্ষমতায় থাকলে তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে জেলে পোড়া হত। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার রাজনীতি এনেছেন। মোদীরা আসল হিন্দু নয়। এনারা হচ্ছে ভারতবর্ষের আসল অনুপ্রবেশকারী। এনারা ভারতের উইপোকা।
[ আরও খবরঃ চোরাই মোবাইল পাচারচক্রের হদিশ, ধৃত তিন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments