বেআইনি পার্কিং ও ফুটপাথ দখল আটকাতে অভিযান
শহরের যানজট মুক্ত করতে বেআইনি পার্কিং ও ফুটপাথ দখল করে থাকা সমস্ত দোকান উচ্ছেদ অভিযানে নামল মালদা জেলা ট্রাফিক পুলিশ। আজ দুপুরে মালদার উঠোন থেকে শুরু করে ফোয়ারা মোড় হয়ে রথবাড়ি পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে ৩০টি মোটরবাইক এবং ছয়টি চারচাকার গাড়ি আটক করে।
ট্রাফিক ইনস্পেক্টর শান্তিনাথ পাঁজা জানান, শহরের ফুটপাথ দখল করে কোনোরকম ব্যবসা বরদাস্ত করা হবে না। পার্কিং এরিয়া ছাড়া রাস্তার ধারে কোনো মোটরবাইক কিংবা চারচাকা গাড়ি রাখা যাবে না। আজ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু দোকান তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই দোকানগুলি আবার বসলে সেই দোকানের সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি আজ বেআইনি পার্কিংয়ে থাকা অনেক গাড়ির ফাইন করা হয়েছে। আটক করা হয়েছে বেশ কিছু গাড়ি।
[ আরও খবরঃ ফিরিয়ে দাও ক্লাসরুম, গান গেয়ে বিক্ষোভ পড়ুয়াদের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments