শহরের নিকাশির হাল ফেরাতে জাতীয় সড়কে উচ্ছেদ অভিযান
মালঞ্চপল্লি সংলগ্ন জাতীয় সড়কের হাইড্রেনের ওপর অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান উচ্ছেদ করল প্রশাসন। আজ সকালে ওই এলাকার সমস্ত দোকান ভেঙে দেওয়া হয় পুর প্রশাসনের পক্ষ থেকে।
উল্লেখ্য, মালদা শহরের নিকাশি নালা সংস্কারের উদ্যোগ নিয়েছে ইংরেজবাজার পুর কর্তৃপক্ষ। এর আগে মালদা মেডিকেলের সামনে অবৈধভাবে হাইড্রেনের ওপর গজিয়ে ওঠা দোকানপাট উচ্ছেদে নামে পুর কর্তৃপক্ষ। পরে দোকানের মালিকরা নিজেরাই দোকান সরিয়ে নেন। হাইড্রেন সংস্কারের জন্য মালঞ্চপল্লি সংলগ্ন হাইড্রেনের ওপরে থাকা দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সেই মালিকরা সেই দোকান সরিয়ে না নেওয়ায় আজ প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, হাইড্রেনে আবর্জনা ফেলার কারণে শহরের নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। হাইড্রেনের ওপর দোকান করে বিক্রেতারা আবর্জনা হাইড্রেনে ফেলছেন তাতেই দেখা দিয়েছে সমস্যা। বর্ষার আগে হাইড্রেন পরিষ্কার না করা হলে বর্ষায় ফের জলে তলিয়ে যেতে পারে শহর। তাই বর্ষার আগে জোরকদমে চলছে নিকাশি নালা সংস্কারের কাজ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments