top of page

বাজারে ভিড় কমাতে পিপিই কিট পরে নজরদারি চালাবে প্রশাসন

পুজো যত এগিয়ে আসছে, জেলায় করোনা সংক্রমণও যেন পাল্লা দিয়ে বাড়ছে৷ এই অবস্থায় শহর ও গ্রামের বিভিন্ন বাজার, শপিং মলগুলিতে মানুষের ভিড় যেভাবে উপচে পড়ছে, তা উদ্বেগজনক৷ করোনার ওষুধ কবে বাজারে আসবে, তা এখনও বলা সম্ভব নয়৷ তাই সংক্রমণ রুখতে একটি বড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভিড় বাজারে স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্তারা পিপিই কিট পরে বিভিন্ন জায়গায় নজরদারি চালাবেন৷ প্রয়োজন বুঝে ক্রেতাদের ধরে ধরে করোনা টেস্ট করানো হবে৷ কারোর লালারসের নমুনা পজিটিভ হলে বাজার থেকেই তাকে পাঠানো হবে সেফ হোমে৷



আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নির্দেশিকা কার্যকর করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া ভিড় কমানোর আর কোনও বিকল্প পথ নেই৷ আজ মালদায় জেলা প্রশাসনিক কর্তা, পুলিশ ও শতাধিক পুজো কমিটির সঙ্গে আলোচনার পর একথা জানালেন কোভিড ১৯ মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়৷ বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখার্জি, সহকারি অধ্যক্ষ অমিত দাঁ সহ আরও অনেকে৷




সুশান্তবাবু বলেন, করোনা মোকাবিলায় মানুষকেই সতর্ক এবং সচেতন হতে হবে৷ তা না হলে এই সংক্রমণ থেকে রেহাই পাওয়া মুশকিল৷ পুলিশ, প্রশাসন, সংবাদমাধ্যম, স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীরা রাতদিন এক করে কাজ করে যাচ্ছেন৷ তাঁরা এই ভাইরাসে আক্রান্তও হচ্ছেন৷ কিন্তু মানুষকে বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও তাঁরা কাজ করে যাচ্ছেন৷ তাই মানুষকেও তাঁদের সহযোগিতা করতে হবে৷ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ করোনা আবহে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী পুজো নিয়ে কিছু নির্দেশিকা জারি করেছেন৷



উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায় আরও বলেন,


আজ বৈঠকে আমরাও পুজো কমিটিগুলিকে জানিয়ে দিয়েছি, অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে বাড়ি বাড়ি কুপন বিলি করতে হবে৷ ২০ জনের বেশি মানুষ একসঙ্গে অঞ্জলি দিতে পারবে না৷ পুজো উদ্যোক্তাদেরই বাড়ি বাড়ি ভোগ বিলি করতে হবে৷ কোনো মণ্ডপে ভিড় করা যাবে না৷ প্রতিটি মণ্ডপের তিনদিক খোলা রাখতে হবে৷ মাস্ক ছাড়া মণ্ডপে কাউকে ঢুকতে দেওয়া যাবে না৷ মণ্ডপে স্যানিটাইজার ব্যবস্থা রাখা বাধ্যতামূলক৷ এসব নির্দেশিকা না মানলে পুলিশ ও প্রশাসনের তরফে পুজো কমিটিগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


টপিকঃ #CoronaVirus

Yorumlar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page