শারদোৎসবের পরেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে প্রস্তুতি প্রশাসনের
শারদোৎসবের পর করোনা অনেকটা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। আর এই আশঙ্কাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করছে জেলা স্বাস্থ্য দফতর। করোনা পরীক্ষার পাশাপাশি দ্রুত টিকাকরণের দিকে জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্য দফতর পক্ষ থেকে।
করোনা আবহে মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে রাজ্য জুড়ে যে ছবি ধরা পড়েছে, তাতে চিন্তাগ্রস্ত বিশেষজ্ঞরা। তাঁদের একাংশের মতে, দুর্গাপুজোর এক মাসের মধ্যে করোনা অনেকটাই ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের সেই আশঙ্কাকে মাথায় রেখে করোনা মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শৈবাল ব্যানার্জি জানান, রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আসার একটা সম্ভাবনা আছে। বিষয়টি মাথায় রেখে রাজ্য স্বাস্থ্য দফতরে নির্দেশ অনুসারে জেলায় টিকাকরণের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও আরটিপিসিআর টেস্টের দিকেও বেশি নজর দেওয়া হচ্ছে। পুজোর সময়ে জেলায় করোনা পরীক্ষার পাশাপাশি টিকাকরণের সংখ্যাটা অনেক কম ছিল। ১৯ অক্টোবর পর্যন্ত জেলায় ২২ লক্ষ টিকাকরণ করা হয়েছে। জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অক্সিজেন পরিষেবায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। ব্লক লেভেলের হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট ইতিমধ্যেই বসানো হয়েছে। মালদা মেডিকেল এবং চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। সবদিক থেকেই করোনার তৃতীয় ঢেউ আসার আগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments