top of page

বাড়িতেই রমজান পালনের বার্তা, সম্মতি মসজিদের

করোনাভাইরাসের মোকাবিলায় চলছে দ্বিতীয় দফার লকডাউন৷ দ্বিতীয় দফার লকডাউনের মধ্যেই শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাস৷ টানা এক মাস রোজা করার পরে পবিত্র ঈদ৷ লকডাউন বজায় রাখতে মুসলিম ধর্মাবলম্বীদের রমজানের নমাজ বাড়িতে বসেই করার জন্য পুলিশ প্রশাসন জেলার সমস্ত মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সেরেছে৷ সেই অনুরোধে সাড়াও দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ৷


Administration request to observe Ramadan at home
বাড়িতে রমজান পালন করার আবেদন প্রশাসনের

লকডাউনের মধ্যেই শুরু হচ্ছে রমজান মাস। এই সময় টানা একমাস রোজা পালন করেন মুসলিম ধর্মাবলম্বী সম্প্রদায়৷ চলে রমজানের নমাজ৷ এক মাস পরে ঈদ৷ বর্তমান পরিস্থিতির বিচারে জেলার সমস্ত মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বাড়িতে থেকেই রমজান মাস পালন করার আবেদন জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে৷ সেই আবেদনে মসজিদ কর্তৃপক্ষগুলি সাড়াও দিয়েছে৷


জেলা পুলিশসুপার অলোক রাজোরিয়া বলেন, জেলার সমস্ত মসজিদ কর্তৃপক্ষকে নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সরকারের নির্দেশিকা রয়েছে ধর্মীয় স্থানে জমায়েত না করা৷ সেই নির্দেশিকা পালন করতে মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। জেলার সমস্ত মসজিদ কর্তৃপক্ষও পরিস্থিতির বিচারে সহমত পোষণ করেছে।



মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

টপিকঃ #Ramdan, #Lockdown

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page