top of page

বুথ খতিয়ে দেখে ভোটারদের সঙ্গে কথা বললেন প্রশাসনিক কর্তারা

এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। তার আগে স্পর্শকাতর বুথ চিহ্নিত করার কাজ শুরু করল মালদা জেলা প্রশাসন। আজ দুপুরে ইংরেজবাজারের স্পর্শকাতর বুথ চিহ্নিত করতে তদারকির কাজ শুরু করেন প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিডিও সৌগত চৌধুরি, ইংরেজবাজার থানার আইন মদনমোহন রায় সহ অন্যান্যরা। আজ দুপুরে ইংরেজবাজারের যদুপুর ২ গ্রামপঞ্চায়েতের বেশ কয়েকটি ভোটকেন্দ্রগুলি পরিদর্শন করেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। ওই গ্রামপঞ্চায়েতের কৃষ্ণপুর হাইস্কুল, কেষ্টপুর হাইস্কুল, জহুরাতলা হাইস্কুল সহ আরও বেশ কয়েকটি বুথে সার্বিক পরিকাঠামোগত ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ความคิดเห็น


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page