ক্লাবঘর, তৃণমূলের পার্টি অফিস ভাঙল প্রশাসন
পূর্ত দপ্তরের জায়গায় থাকা তৃণমূলের পার্টি অফিস ও ক্লাবঘর ভেঙে ফেলল প্রশাসন। আজ সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সামুণ্ডাই কলোনিতে। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে প্রশাসনের এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চলে। এই অভিযানকে ঘিরে সকাল থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ জানান, পূর্ত দপ্তরের জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কয়েকমাস আগে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করা হয়। মাস দুয়েক আগে হাইকোর্ট সরকারি জায়গা থেকে অবৈধ নির্মাণ উচ্ছেদের নির্দেশিকা জারি করে। আইনমাফিক নোটিশ জারি করা হয়েছিল। আজ ওই দুই অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হচ্ছে।
ক্লাব সভাপতি অঞ্জন হালদার জানান, আগে প্রশাসনের তরফে আমাদের ৩২ ফুট জায়গায় নির্মাণকাজ ভেঙে ফেলতে বলা হয়েছিল। সেই মতো ওই এলাকা ভেঙে খালি করা হয়েছিল। এখন বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশ রয়েছে সম্পূর্ণ অংশ ভাঙতে হবে। এখানে পূর্ত দফতরের জায়গায় আরও অনেক পাকা ঘর রয়েছে৷ সেসব ভাঙা হচ্ছে না৷ শুধুমাত্র আমাদের ক্লাব আর তৃণমূলের পার্টি অফিস ভাঙা হচ্ছে৷ এসব চক্রান্ত৷
ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ জানান, প্রশাসন ক্লাব কর্তৃপক্ষ ও পার্টি অফিসে হাইকোর্টে অর্ডার সার্ভ করলে আইনি পথে যাওয়া যেত। কিন্তু সেই অর্ডার আজ সার্ভ করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা আইনি পথে যাওয়ার চিন্তাভাবনা করব।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments